রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তফা শেখ (৪৭)। তিনি ওই গ্রামের মৃত সমেতউল্লাহ শেখের ছেলে। পুলিশ জানায়, সমেতউল্লাহ শেখের এক স্ত্রীর সন্তান রহমতউল্লাহ শেখ এবং অন্য স্ত্রীর সন্তান মোস্তফা শেখ, মুনজিল শেখ, ফজেল শেখ...