গাজীপুরের কালিয়াকৈরের রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অবৈধ ক্লিনিকে ভিন্ন গ্রুপের রক্ত পুশেই প্রসূতি মা খাদিজা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্ত ও ক্লিনিক পরিদর্শন শেষে এসব তথ্য জানান তদন্ত কর্মকর্তারা। নিহত খাদিজা উপজেলার চাপাইর এলাকার আবির হোসেনের স্ত্রী। এলাকাবাসী, নিহতের পরিবার ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকে সিজারের মাধ্যমে প্রসূতি-মা খাদিজার ছেলেসন্তান হয়। ওই ক্লিনিকের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা ও তার দল খাদিজার সিজার করেন। কিন্তু সিজারকালীন সময় তারা অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত তার শরীরে পুশ করেন। পরে তার অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ কৌশলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে...