স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বামরাইল খালের ওপর নির্মিত সেতুটির আবস্থা নাজুক। এ সেতু দিয়ে ৮ টনের বেশি মালামাল বহন করা নিষিদ্ধ। কিন্তু তা না মেনে সেতুটি দিয়ে অহরহ ২৫-৩০ টনের পণ্যবোঝাই ট্রাক চলাচল করছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই সড়কে চলাচলকারী একাধিক ট্রাকচালক জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করলে দুর্ঘটনার কবল থেকে তারা রক্ষা পাবেন। বাসচালক ফরিদ হোসেন বলেন, ভারী ট্রাক নিয়ে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা বামরাইল বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন রাঢ়ী বলেন, ‘ব্রিজটির নিচের বিভিন্ন আংশে প্লাস্টার ও ঢালাই খসে পড়েছে। আমরা দেখে সওজকে জানালে তারা কোনোমতে নিচে বালুর বস্তা দিয়ে ব্রিজটি সচল রেখেছে।’ ট্রাকচালক আলম ফকির বলেন,...