বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেড ক্রিসেন্ট নির্বাচনের প্রধান কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, যুগ্ম জেলা জজ প্রথম আদালত, চট্টগ্রামের অপর মামলা নম্বর ২৫৭/২০২৫ এ প্রচারিত ২১ অক্টোবরের আদেশের অনুবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫-২৭ মেয়াদের বুধবার অনুষ্ঠেয় ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. আছিফ চৌধুরী জানিয়েছেন, একটি কুচক্রী মহল নিশ্চিত পরাজয় জেনে নানাবিধ ষড়যন্ত্রের...