বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হেরেছে বাংলাদেশ। মিরপুরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সেই হার নিয়ে হতাশ পুরো দল।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশার সুরেই কথা বলেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। সৌম্য বলেন, আজকে ফ্রি হিটটা কাজে লাগাতে পারিনি। আগেও এমন হয়েছে। হয়তো একটু অভিজ্ঞতা কম ছিল। আজকের সুপার ওভারে নতুন অভিজ্ঞতা হলো, দুইটা ক্যাচ মিস হতে পারত- টার্নিং পয়েন্ট ছিল ওখানেই। তিনি আরও যোগ করেন, কোচরা প্ল্যান করেছে, কোচ-ক্যাপ্টেনরা চিন্তা করেছে কে ইন ব্যাটার, কে ভালোভাবে নিতে পারবে। সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সৌম্য আশাবাদী হয়ে বলেন, এখনও এই সিরিজ জয়ের সুযোগ রয়েছে আমাদের সামনে। এখনও অনেক সিরিজ বাকি। যদি জিততে পারি, তাহলে অবশ্যই (বিশ্বকাপে) ভালো কিছু করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ২১৪ রানের লক্ষ্য...