চট্টগ্রাম নগরের বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাতে আহত করা ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো.আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতো। খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নেয় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।...