দীর্ঘ ৪৪ বছর পর ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত থাকা বিমানবন্দরটি হঠাৎ করেই নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর আকস্মিক পরিদর্শনের পর এই বিমানবন্দরটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ১৯৪০ সালের এই বিমানবন্দর ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষিত হয়। এই স্থাপনাটির সম্ভাব্য পুনরুজ্জীবন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন উত্তর জনপদের মানুষ।গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি ডলফিন হেলিকপ্টারযোগে সরাসরি বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন।এরপর তিনি বিমানবন্দরটির সামগ্রিক পরিস্থিতি, অবকাঠামো ও ভৌগোলিক কৌশলগত অবস্থান সরেজমিনে ঘুরে দেখেন। একটি সূত্র দাবি করেছে, সেনাপ্রধান নাকি বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে গুরুত্বআরোপ করেছেন। বিমানবন্দর পরিদর্শনের পর সেনাপ্রধান পার্শ্ববর্তী সেনা ক্যাম্পের হলরুমে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তবে...