ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ ছাত্রীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক ফিল্টার স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাবির ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের নিচতলায় গেটের বাম পাশে ব্যক্তিগত উদ্যোগে এই পানির ফিল্টারটি স্থাপন করেন তিনি। এর ফলে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং আশপাশের বিভিন্ন মেসে বসবাসরত ঢাবি ছাত্রীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হলো। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে সুপেয় পানির সংকট ছিল। মেয়েদের দুটি হল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পাশাপাশি আশেপাশে বিভিন্ন মেসে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান ছাত্রীরাও...