বাবার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ছেলে রোনালদো জুনিয়র। পরিবারের এই বড় ছেলেকে নিয়ে চলতি বছরের শুরুতে এক স্বপ্নের কথা বলেছিলেন রোনালদো, ‘আমি আমার ১৪ বছর বয়সি ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।’ অবশ্যই তাই। রোনালদোর বয়স এখন ৪০ বছর। তার যে ফিটনেস তাতে আরও দুই-তিন বছর খেলে যাওয়া বিচিত্র কিছু নয়। এর মধ্যে রোনালদো জুনিয়র জাতীয় দল কিংবা ক্লাবের মূল দলে সুযোগটা পেয়ে গেলে তো কথাই নেই। বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন জুনিয়র। চলতি বছরের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও ডাক পেয়েছেন। বয়সভিত্তিক এ দলের হয়ে চার ম্যাচ খেলে জুনিয়র গোলও পেয়েছেন। নতুন খবর হলো, পর্তুগালের বয়সভিত্তিক দলের ধাপে এক ধাপ উন্নতি হয়েছে জুনিয়রের। পর্তুগালের অনূর্ধ্ব-১৬...