হাটহাজারীতে বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে তানভীর তাদের থামানোর চেষ্টা করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়।...