কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন একটি শক্তিশালী, স্বচ্ছ এবং টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ‘পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের কর্পোরেট সুশাসন পরিপালন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ রিয়াজ-শিবলী, জরিমানা ১০৯ কোটি টাকাশিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ রিয়াজ-শিবলী, জরিমানা ১০৯ কোটি টাকা শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “একজন ইন্টারমিডিয়ারি হিসেবে আপনারা পুঁজিবাজারের প্রতিটি স্তরে সঠিক...