ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। রশিদ ফরাজী (৫৫) নামে ওই ব্যক্তির বাড়ি কেওরাবুনিয়া ৮ নম্বর ওয়ার্ডের জাকিরতবক এলাকায়। হামলায় আহত তার দুই ছেলে আরিফ বিল্লাহ লিটন ফরাজি (৩৫) ও রাব্বি (২২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এর মধ্যে পুলিশ সদস্য আরিফ পিরোজপুরের নাজিরপুর থানায় কর্মরত। ছুটি কাটাতে বাড়ি গিয়ে হামলার শিকার হন তিনি। রশিদ ফরাজীর স্ত্রী রহিমা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা ঘরে প্রবেশ করে। তারা অতর্কিত গুলি চালিয়ে ও কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বরগুনার থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “ঘটনাটি পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে হামলাকারীদের পারিবারিক শত্রুতা রয়েছে। মূলত...