হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঔষধ উৎপাদনে ব্যবহৃত প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন কাঁচামাল পুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির জেরে ঔষধ শিল্পখাতের প্রায় ৪ হাজার কোটি টাকার ওপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে । মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত বাংলাদেশ ঔষধ শিল্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শীর্ষ নেতৃবৃন্দ একথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে ঔষধ শিল্পের বর্তমান সংকট উত্তরণে মোট ১৪টি দাবি উত্থাপন করা হয়। সমিতির পক্ষ থেকে ডিজিডিএ, নারকোটিকস, কাস্টমস, এনবিআর ও বিমান কর্তৃপক্ষসহ অন্যান্য রেগুলেটরি বোর্ডকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি যৌক্তিক সভা ডেকে এই খাতের সব সমস্যা সমাধানে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত...