কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের কেন্দ্রস্থলে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমিতে ডেভেলপার কোম্পানির অবৈধ বহুতল ভবন নির্মাণের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় কাজ চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা যায়, কবিরাজ সিটি সেন্টারের পশ্চিমে বাঁশু দে’র মালিকানাধীন জমিতে চুক্তিভিত্তিকভাবে বহুতল ভবন নির্মাণ শুরু করেছে ‘জিনিয়াস এফজি’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান। অভিযোগ, ওই জমির দক্ষিণসংলগ্ন প্রায় তিন শতক সরকারি খাস জমিও দখলে নিয়ে সেখানে একইভাবে বহুতল স্থাপনা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। নির্মাণস্থলে কোনো সাইনবোর্ড দৃশ্যমান নয়, চারপাশ ঘিরে রেখে গোপনে কাজ চলছে।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ভূমি অফিসের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে ভুয়া কাগজপত্র দেখিয়ে খাস জমিকে নিজেদের দাবি করছে সংশ্লিষ্টরা। দ্রুত নির্মাণ শেষ করতে আইনি জটিলতার আড়ালে কাজ চালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী...