২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ লিমিটেড নামের একটি পোল্ট্রি ফার্মে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ তামান্না তাসনীমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম জানান, ডায়মন্ড এগ লিমিটেড দীর্ঘদিন ধরে নিয়ম-নীতিবহির্ভূতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই এবং মুরগির বিষ্ঠা ও বর্জ্য অপসারণের উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় আশপাশের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৭টি শর্তের মধ্যে ৮টি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায়...