নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের অর্থ লোকসানি ও নিষ্ক্রিয় কোম্পানিতে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগের অভিযোগে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামসহ মোট ছয় পরিচালককে ১ কোটি টাকা করে মোট ৬ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া ফান্ড তদারকিতে ব্যর্থতাসহ বিভিন্ন অভিযোগে আরও তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানাসহ মোট ৯ কোটি ২১ লাখ টাকা দণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে এই গুরুতর আর্থিক অনিয়মের দায়ে বিএসইসি-এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও রিয়াজ ইসলামকে শেয়ারবাজারের সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৮তম সভায় এসব কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা শেষে সংস্থার মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...