দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরও একটি দুঃসাহসিক ও অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। গত ২০ অক্টোবর দিবাগত রাতে টেকনাফের নাফ নদীর জলসীমায় পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানে প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মাদক পাচারের দায়ে ০৩ জন মায়ানমারের নাগরিককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিনের নিবিড় গোয়েন্দা নজরদারি এবং সীমান্তে অবৈধ কর্মকাণ্ড রুখতে সার্বক্ষণিক সতর্কতার অংশ হিসেবে, ২০ অক্টোবর রাতে ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপি (বর্ডার আউটপোস্ট)'র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। গভীর রাতে বিশেষ নজরদারির মাধ্যমে মায়ানমারের মংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হয়। সাথে সাথেই নাফ নদীতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে দুটি দ্রুতগতির...