মিরপুরের টার্নিং উইকেটে বাংলাদেশের ইনিংস যখন নড়বড়ে, তখনই দৃশ্যপটে উঠে আসেন রিশাদ হোসেন। তিন ছক্কা, তিন চারে ১৪ বলে ৩৯, দুই ওভারের তাণ্ডবেই বদলে দেন ম্যাচের চিত্র। সেই রিশাদকে ব্যাটিংয়ে দেখা গেল না সুপার ওভারে! বাংলাদেশের ক্রিকেট আঙিনায় বিস্ময়ের ঝড় তো চলছেই। চমকে গেছে এমনকি ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবিয়ানদের সুপার ওভারের নায়ক আকিল হোসেন অকপটেই বললেন, রিশাদ ব্যাটিংয়ে না নামার ব্যাপারটি পক্ষে গেছে তাদের। মূল ম্যাচে এই আকিলের করা শেষ ওভারেই ছক্কা ও চার মেরেছিলেন রিশাদ। আগের ওভারে আরেক বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটির বলে মেরেছিলেন দুটি ছক্কা ও একটি চার। অথচ বাংলাদেশ সুপার ওভারে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় সৌম্য সরকার ও সাইফ হাসানকে, এরপর পাঠায় নাজমুল হোসেন শান্তকে। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বৈধ ডেলিভারির আগেই ওয়াইড-নো হয়ে চার...