যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার ফুটবল ফেডারেশনগুলো যৌথভাবে ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজনের বিড ঘোষণা করেছে। এটি হবে ইতিহাসের প্রথম নারী বিশ্বকাপ যেখানে অংশ নেবে ৪৮টি দল, এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চারটি ভিন্ন দেশে। ফিফা চলতি বছরের মে মাসে নারী বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নেয়। নতুন ফরম্যাটে থাকবে ১২টি গ্রুপ এবং ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪টি। যা ২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপের ফরম্যাটের সঙ্গে মিলে। এক যৌথ বিবৃতিতে আয়োজক দেশগুলোর ফেডারেশন জানায়, তাদের লক্ষ্য ‘ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারী বিশ্বকাপ আয়োজন’ করা, যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে নারী ফুটবলে স্থায়ী পরিবর্তন আনবে। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সিন্ডি পারলো কোনে বলেন, ‘মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার সঙ্গে ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের নেতৃত্ব দিতে পেরে আমরা...