মিরপুরের স্পিন ট্র্যাকে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান বোলারদের সামনে রীতিমতো সংগ্রাম করেছে বাংলাদেশ ব্যাটাররা। শেষ দিকে ১৪ বলে ৩৯ রানের মারকুটে ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন। কিন্তু সুপার ওভারে ব্যাট করার সুযোগ পাননি তিনি। এতে অবাক হয়েছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন। রিশাদ ব্যাটিংয়ে না আশায় তাদের জন্য ম্যাচটি জেতা সহজ হয়েছে বলে জানিয়েছেন এই স্পিনার। মঙ্গলবার (২১ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। আকিল বলেন, আমি অবাক হয়েছি রিশাদকে না দেখে। আমি বলতে চাচ্ছি, ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে। মাত্র ১৪ বলে ৩৯ রান করেছে এবং অপরাজিত ছিল। কিন্তু সে আপনার সুপার ওভারে নেই। যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত। মূল ম্যাচেও ২টি ছক্কা মেরেছে সেদিকে। তিনি বলেন, অবশ্যই আমরা অবাক...