
লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে নতুন প্রজন্মের দুটি ল্যাপটপ- Lenovo IdeaPad Slim 5i (83HR006DIN & 83HR006CIN)।এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৩তম জেনারেশনের Intel® Core™ i7-13620H প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৪.৯ গিগাহার্জ পর্যন্ত। রয়েছে ১৬জিবি/৩২জিবি DDR5 5600MHz RAM এবং ১ টেরাবাইট SSD।১৪ ইঞ্চি OLED ডিসপ্লের ১০০% DCI-P3 কালার গ্যামাট এবং TÜV Low Blue Light ফিচার চোখের সুরক্ষা বজায় রেখে দেবে প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজ্যুয়াল। এছাড়াও আছে 1080p প্রাইভেসি ক্যামেরা, Wi-Fi 6E, Bluetooth 5.2, ব্যাকলিট কীবোর্ড, সর্বশেষ Windows 11 Home।দৃঢ়তা ও নির্ভরযোগ্যতায় অনন্য এই সিরিজটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে আকর্ষণীয় Luna Grey রঙে।২ বছরের ওয়ারেন্টিসহ নতুন Lenovo IdeaPad...