শাপলা প্রতীক নিয়েই অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পুনরায় আবেদন করার পর এবার প্রতীকটি নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত বিকল্প প্রতীক বেছে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল ইসি। তবে শেষদিন এনসিপির একটি প্রতিনিধিদল এসে ফের শাপলা প্রতীক চেয়ে আবেদন জানায়। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলটির পুনঃআবেদনের প্রেক্ষিতে শাপলা প্রতীকের বিষয়টি কমিশনের সভায় আবারও তোলা হবে। আইন-বিধি যাচাই করে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম। সময় দেওয়া হয়েছিল ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্তু দলটি শেষদিন...