চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের সংঘবদ্ধ পিটুনিতে মোহাম্মদ তানভীর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার পোরানো সদর ইউনিয়নের সামনে ঘটনাটি ঘটে। নিহত তানভীর পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মুন্সি পাড়া সুলতান আহম্মদের বাড়ীর ওমান প্রবাসী মোহাম্মদ আব্দুল বারেকের পুত্র। সে পৌর এলাকার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। জানা গেছে, সহপাঠীদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হচ্ছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয়পক্ষকে বুঝিয়ে ঝগড়া মিটিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে তানভীরকে আটকিয়ে মারধর করে তার সহপাঠীরা। পরে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বেগতিক হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আবু তাহের বলেন,...