কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন। মঙ্গলবার,(২১ অক্টোবর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রায় ১৫টি স্থানে এই ঝটিকা মিছিল হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছেন। এসব মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান। এ নিয়ে রাজধানীতে প্রায় আড়াই হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। ডিএমপি থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অংশ গ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল থেকে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যমতে,...