২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বসেছেন তিনি। বুধবার (২২ অক্টোবর) জামায়াতের একটি প্রতিনিধিদলের সঙ্গে দেশের রাজনীতির সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। মুসলিম লীগের সাবেক সভাপতি ইউছুফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ মোরশেদুল আলম চাকলাদার বাংলাদেশে ইসোয়াতিনির অনারারি কনসাল নিযুক্ত বিইউপি ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি...