জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, আগামী নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।’মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘সরকার ছয়টি কমিশন করে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিল। তার মধ্যে আমরা সব রাজনৈতিক দল আলাপ-আলোচনার মধ্য দিয়ে ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার্ড হিসেবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে।‘আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, কীভাবে আরেকটু সহজ করে মোটামুটি আরও কিছু বিষয় আনা যায়। এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের...