মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের (U.S. Department of Energy) তথ্য অনুযায়ী, এই অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বছরে গড়ে ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে। গড়ে একটি পরিবারের মোট বিদ্যুৎ খরচের প্রায় ১০ শতাংশই এই খরচে নষ্ট হয়। জেনে নিন ঘরে কোন ৬টি ইলেকট্রনিক যন্ত্র বন্ধ থাকলেও বিদ্যুৎ টেনে নেয়— স্মার্ট টিভিতে নানা অনলাইন ও সেন্সর ফিচার থাকে, তাই সুইচ অফ করলেও ব্যাকগ্রাউন্ডে কিছু ফাংশন সচল থাকে। গবেষণা অনুযায়ী, যুক্তরাজ্যে টিভির স্ট্যান্ডবাই মোডে বছরে গড়ে ১৪.৫৪ পাউন্ড অতিরিক্ত খরচ হয়। এক্সবক্স বা অন্যান্য কনসোল স্ট্যান্ডবাই অবস্থাতেও বিদ্যুৎ ব্যবহার করে। বিশ্বজুড়ে প্রায় ২০ শতাংশ পরিবারের অন্তত একটি কনসোল থাকায় এ থেকে বিদ্যুৎ অপচয় বিপুল। প্রিন্টারের প্লাগ বন্ধ না রাখলে ব্রিটিশ পরিবারগুলো বছরে প্রায় ৪ পাউন্ড পর্যন্ত বিদ্যুৎ বিল বাড়ায়। এসব যন্ত্র সারাক্ষণ সকেটে...