রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না—এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকারের এই নতুন নীতিমালায় বলা হয়েছে, ২০২৬ সাল থেকে আদালত কোনো রেকর্ড সংশোধন মামলা গ্রহণ করবে না, এবং চলমান মামলাগুলোও ধীরে ধীরে নিষ্পত্তি করে বন্ধ করে দেওয়া হবে। ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব জানিয়েছেন, ২০২৬ সালের শুরু থেকে এই নীতি কার্যকর হবে। অর্থাৎ, ওই সময় থেকে আদালত কোনো রেকর্ড সংশোধন মামলা রিসিভ করবে না, এমনকি কেউ মামলা দায়ের করলেও আদালত গ্রহণ করবে না। সরকার বলছে, পুরোনো এনালগ পদ্ধতির রেকর্ডে বারবার ভুল দেখা যাওয়ায় এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নতুন রেকর্ড তৈরি করা হচ্ছে, যার নাম বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS)। এই জরিপে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। বিডিএস রেকর্ডে শতভাগ নির্ভুল...