মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের কুচকুচে কালো উইকেট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। সচরাচর এমন উইকেটে খেলা হয় না। ভাবা হচ্ছিল, দ্বিতীয় ম্যাচের উইকেটে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যায়নি। এ ম্যাচেও একই রকম কালো উইকেট দেখা গেছে। এদিনও সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। মিরপুরের এমন উইকেট নিয়ে এবার সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) উইকেটের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল। সেইফ জোনে খেলা বাদ দেওয়ার কথা জানিয়ে রুবেল লিখেছেন, ‘মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। সেইফ জোনে ক্রিকেট খেলা বাদ দেন! এটা আগেও ছিল, এখনো আছে— কিছুই বদলায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট মানেই চ্যালেঞ্জ একসেপ্ট করা, কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই...