মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে অনেক হাস্যরস হয়, সমালোচনাও কম নয়। তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আকিল হোসেন। টিভিতে প্রথমবার মিরপুরের উইকেট দেখে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মনে করেছিলেন, তার টিভিতেই বুঝি সমস্যা! সেই একই কালো উইকেটেই মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়কদের একজন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতে মিরপুরের কালো উইকেট নিয়ে নিজের ভ্রান্তির কথা বললেন বাঁহাতি এই স্পিনার। “যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম, তা হলো টিভি পরীক্ষা করে দেখা, কারণ মনে হচ্ছিল টিভিতেই বুঝি সমস্যা! পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে—হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম, পিচটাই এমন কালো।” গত মাসে শারজাহতে নেপালের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন আকিল। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন,...