আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে আরও এগিয়ে নিলেন বেন কারান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সঙ্গে সিকান্দার রাজার ফিফটিতে বড় লিড পেল জিম্বাবুয়ে। স্বাগতিকদের দাপটের মাঝে রেকর্ড গড়া বোলিংয়ে অভিষেক রাঙালেন জিয়াউর রাহমান। হারারেতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ৩৫৯ রানে। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ২৩২ রানের লিড। পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩৪ রান করে দ্বিতীয় দিন শেষ করে আফগানিস্তান। এখনও ১৯৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারান। ২৫৬ বলে ১২১ রানের ইনিংস খেলতে ১৫টি চার মারেন জিম্বাবুয়ের ওপেনার। রাজার ব্যাট থেকে আসে ৭ চারে ৬৫ রান। প্রথমবার টেস্ট খেলতে নেমে...