মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে আর্সেনাল। খেলার আগে আর্সেনালের মাঠ এমিরেটসের সাজঘরে গরম পানির অভাব নিয়ে অ্যাটলেটিকো উয়েফার কাছে অভিযোগ করেছে। লা লিগার ক্লাবটি বিষয়টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও জানিয়েছে। সোমবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গানারদের স্টেডিয়ামে অনুশীলন শুরু করে অ্যাটলেটিকো। অনুশীলন শেষে সাজঘরে ফিরে দেখে গরম পানির সমস্যা আছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বিষয়টি জানিয়েছেন। গরম পানির সংকট থাকায় অ্যাটলেটিকো খেলোয়াড়রা সরাসরি টিম হোটেলে ফিরে গোসলের সিদ্ধান্ত নেন। পরে সমস্যা প্রকাশ্যে আসার ৪০ মিনিট পর সমাধান...