সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের ২১৩ রানের জবাবে শেই হোপের দল টাই করে ম্যাচ। সেখানে সুপার ওভারে ১১ রানের টার্গেটে শেষ পর্যন্ত ৯ রান তোলে সৌম্য-শান্তরা। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওভারের দ্বিতীয় বলে রাদারফোর্ডকে ফেরান মোস্তাফিজ। পরের বলে আসে দুই রান। ওভারের চতুর্থ বলে কিংয়ের ক্যাচ ফেলে দেন মিরাজ। ওভারের শেষ বলে শেই হোপের বাউন্ডারিতে ১০ রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা। ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকিল হোসেনের ওয়াড ও নো বলের সুবাদে প্রথম বলেই পাঁচ রান নেয় বাংলাদেশ। তবে ওভারের বাকি পাঁচ বলে ৬ রান নিতে পারেনি টাইগাররা। দ্বিতীয় বলে ডট ও তৃতীয় বলে ১ রান আসে। চতুর্থ বলে সৌম্য সরকার ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। জয়ের জন্য শেষ...