একটা সময় মনে হচ্ছিল, দ্বিতীয় ওয়ানডেতেও হেসেখেলে জয় পাবে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সুপার ওভারে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তা-ই নয়, সুপার ওভারে এক রানের রুদ্ধশ্বাস জয়ও তুলে নিয়েছে উইন্ডিজরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ লিখেছে হতাশার আরেকটি গল্প। এমন হারের কারণ কী? বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে জানিয়েছেন সেই কথা। নিজেদের ইতিহাসে প্রথম সুপার ওভারে হারের পর মিরাজ জানালেন, এটি নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম সুপার ওভার—এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এই উইকেটে সব ব্যাটারই সংগ্রাম করেছে। সহজ ছিল না। আর সাইফকে শেষ ওভারে বোলিংয়ে আনা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা যদি আরেকটি উইকেট নিতে পারতাম! আমরা এই ম্যাচ থেকে শিখেছি, পরের ম্যাচে তা কাজে লাগাব।’ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলল বাংলাদেশ।...