নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভারের সাক্ষী হয়েছে বাংলাদেশ। যদিও সেই স্মৃতি স্মরণীয় করে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ৯ বলে ১১ রানের সমীকরণ মেলাতে পারেননি সাইফ হাসান-সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ হেরেছে ১ রানে। সবমিলিয়ে কেমন ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম সুপার ওভার? ১১ রান তাড়া করতে নেমেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করতে এসেছিলেন স্পিনার আকিল হোসেন। তিনি প্রথম বলটিই ওয়াইড করেন। দ্বিতীয় বলে ২ রান নেন সৌম্য। সেই বলটিকে আম্পায়ার নো-বল কল করেন। কোনো বল ছাড়াই ৪ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। তৃতীয় বলে ফ্রি-হিট থেকে এক রান নিতে পারেন সৌম্য। এবার স্ট্রাইক পান সাইফ। নিজের প্রথম আর ওভারের বৈধ দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি তিনি। তৃতীয়...