জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আটক প্রেমিকা বর্ষা পুলিশের কাছে জবানবন্দিতে দিয়েছেন ভয়ঙ্কর বর্ণনা, যা অনেকটাই মিলে যাচ্ছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ঘটনাপ্রবাহের সঙ্গে। পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের ভবনে গত রবিবার বিকেলে খুন হন জুবায়েদ। হত্যার প্রায় ১৫ ঘণ্টা পর বংশাল থানা পুলিশ আটক করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বার্জি শাবনাম বর্ষাকে, যিনি জুবায়েদের কাছে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান পড়তেন। পুলিশ জানায়, বর্ষার দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল মাহির নামে এক যুবকের সঙ্গে। কিন্তু জুবায়েদের কাছ থেকে পড়ার সময় বর্ষা তার প্রেমে পড়ে যান। ফলে পুরনো প্রেমিক মাহিরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, আর সেখান থেকেই শুরু হয় প্রতিশোধের পরিকল্পনা। জবানবন্দিতে বর্ষা বলেন, “আমি মাহিরকে বলেছিলাম, জুবায়েদকে সরাতে...