ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের এই উচ্ছ্বাস হতাশায় পরিণত হয়েছে মিরপুরে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে প্রথমে হলো ‘টাই’, এরপর সুপার ওভারে ১ রানের নাটকীয় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১এ সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার মূল ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে সমান ২১৩ রানে থামে সফরকারীদের সংগ্রহ। টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাই’ হয় কোনো ম্যাচ। মুস্তাফিজুর রহমানের করা সুপার ওভারে এক উইকেট হারিয়ে ১০ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ১১ রানের লক্ষ্যে স্পিনার আকিল হোসেনের শেষ করা ওভারে এক উইকেটে ৯ রানের বেশি নিতে পারেননি সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত! এর আগে মূল ম্যাচে ২১৪ রানের জয়ের লক্ষ্যে সাইফের করা শেষ ওভারে উইন্ডিজের লাগত লাগত...