‘তিন সচিব জামায়াতের হলে বাকি ৯৭টিকার?’ সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তাঁর এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা ডা. তাহেরকে আরও বলতে শোনা যায়, ‘সচিবের সংখ্যা যে ১০০, তাহলে বাকি ৯৭টি কার? আমরা তো এগুলো বলি না। কারণ আমরা এসব নেগেটিভ, নোংরা রাজনীতিকে পরিহারকরতেচাই।’ ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে...