বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ক্ষুদ্র রোবট, যা মানুষের রক্তনালির ভেতর সাঁতরে সরাসরি ক্যানসার কোষে ওষুধ পৌঁছে দিতে সক্ষম। চিকিৎসা বিজ্ঞানের এই চমকপ্রদ উদ্ভাবন নতুন এক যুগের সূচনা করেছে—যেখানে ন্যানোবট প্রযুক্তি ক্যানসার চিকিৎসাকে আরও কার্যকর, নির্ভুল ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত করে তুলতে যাচ্ছে। গবেষকদের মতে, এই ক্ষুদ্র ন্যানোরোবটগুলোকে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়, এবং এগুলোকে প্রোগ্রাম করা হয়েছে নির্দিষ্ট কোষ চিনে নিতে। ফলে রোবটগুলো শুধু ক্যানসার কোষের মধ্যেই ওষুধ ছেড়ে দেয়, আর আশপাশের সুস্থ কোষ সম্পূর্ণ অক্ষত থাকে। এটি বর্তমান কেমোথেরাপির ধ্বংসাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াকে কমিয়ে এনে একেবারে লক্ষ্যভিত্তিক চিকিৎসা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।...