বয়স যেন আর শুধু সংখ্যা! জাপানের বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন এক যুগান্তকারী ওষুধ আবিষ্কার করেছেন যা মানুষের বার্ধক্যের গতি নাটকীয়ভাবে ধীর করে দিতে পারে। এই ওষুধের কল্যাণে মানুষের আয়ু বাড়তে পারে সর্বোচ্চ ২৫০ বছর পর্যন্ত। এই খবর প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে বৈজ্ঞানিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন—এটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হতে পারে, আবার কেউ সতর্ক করছেন—এটি হয়তো প্রাকৃতিক জীবনের ভারসাম্যকে হুমকিতে ফেলতে পারে। জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টোকিও ইউনিভার্সিটি ও কিওটো বায়োসায়েন্স ইনস্টিটিউট যৌথভাবে তৈরি করেছে “এনআরএফ-৫১ (NRA-51)” নামের এই ওষুধ। এটি কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়াকে পুনরায় সক্রিয় করে তোলে, ফলে কোষগুলোর বয়স বাড়ার গতি কমে যায় এবং তারা দীর্ঘ সময় ধরে তরুণ অবস্থায় কাজ করতে পারে। ‘সায়েন্স অ্যালার্ট’-এর বিশ্লেষণে বলা হয়েছে, ওষুধটি মানবদেহে থাকা...