জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, ৭ নভেম্বরের বিপ্লব, বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের মধ্য দিয়ে এক নতুন বিএনপি গড়ে উঠেছে, যা ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে চিহ্নিত। দেশি-বিদেশি ষড়যন্ত্র তাকে মাইনাস করতে চাইলেও পারেনি। কারণ ইতিহাস তাকে নিজের অক্ষরে অমর করে রেখেছে।বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় নন তিনি গণতন্ত্র, মানবাধিকার, জনগণের মালিকানা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অবিনাশী প্রতীক। তার নেতৃত্ব আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর এবং মাটির মতো সহিষ্ণু। বাংলাদেশের বর্তমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনে তার নেতৃত্ব আজও অপরিহার্য।লেখক :প্রফেসর মো. নওশের ওয়ান, ইংরেজী বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় নন তিনি গণতন্ত্র, মানবাধিকার, জনগণের মালিকানা...