গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এক মৎস্যচাষিসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ইউপি সদস্য রফিক (৫০)-এর হুকুমে এই অতর্কিত হামলা চালানো হয়।আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের করফা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। আহতরা হলেন করফা গ্রামের মৎস্যচাষি মামুন (৩০) ও আলামিন (৩৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মামুনের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্যচাষি মামুনের কাছে রফিক মেম্বারের ঘনিষ্ঠ সহযোগি হিসেবে পরিচিত আবুল ও মামুন রবিবার ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। মামুন এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।এরই জেরে আজ সকাল দশটার দিকে রফিক মেম্বার নিজে উপস্থিত হয়ে...