রুদ্ধশ্বাস সুপার ওভারেই হেরে গেলো বাংলাদেশ। ১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম বলেই চলে এসেছিল ৫ রান তবুও পরের ৫ বলে ৪ রানের বেশি নিতে পারলো না। শেষ পর্যন্ত হারলো ১ রানে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে এই সুপার ওভারের লড়াই জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মূল ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ৫ রান। তখন সাইফ হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মিরাজ। সেই ওভারে ১ উইকেটসহ দেন মাত্র ৪ রান। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বল হাতে নেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে নামেন শাই হোপ আর শেরফান রাদারফোর্ড। প্রথম বলে সিঙ্গেলস নেন হোপ। কিন্তু পরের বলেই বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে মিরাজের লো ক্যাচ হন রাদারফোর্ড।...