বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে কোনো চাঁদাবাজ-গডফাদারকে মনোনয়ন দিবেন না বলে জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা-১৮ আসনের অধীন আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলা দল আয়োজিত নারী ভোটারদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।মোস্তফা জামান জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থিতা বাছাই করছেন। যারা সৎ, সাধারণ মানুষের পাশে থাকে, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ক্লিন ইমেজসম্পন্ন- এমন ব্যক্তিদের তিনি মনোনয়ন দিবেন। কোনো চাঁদাবাজ-গডফাদারকে নমিনেশন দিবেন না।তিনি বলেন, দলের ভেতরে চাঁদাবাজ-গডফাদারসহ কোনো অন্যায়কারীকেই ছাড় দেওয়া হবে না। সবাই এ বিষয়ে সোচ্চার হলে দল অনেক শক্তিশালী হবে। যদি কখনো আপনারা আমার কোনো অন্যায় দেখেন, তাহলে আমার...