ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমার মনে হয় ব্যাটিং করার জন্য উইকেটটা সহজ ছিল না। সব ব্যাটারই সংগ্রাম করছিল কিন্তু রিশাদ খুব ভালো করেছে। সে আত্মবিশ্বাসী ছিল এবং খুব ভালো ব্যাটিং করেছে।’ মিরাজ যে কথাগুলো বলছিলেন, তিনি কি নিজে সেটি শুনতে পাচ্ছিলেন? যদি শুনতেই পান, তাহলে সুপার ওভারে অমন দ্বিচারিতা করলেন কেন? সংবাদ সম্মেলনে এসে যার ব্যাটিংয়ের প্রশংসা করলেন, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাকেই খুঁজে পাওয়া গেল না। বরং যাদের সংগ্রাম করার গল্প শোনানো হলো, তাদের ওপরই ভরসা করা হলো। বাংলাদেশ কি আসলেই এই রান তাড়া করে জিততে নেমেছিল? এখন সেই প্রশ্ন তোলা বোধহয় অযৌক্তিক হবে না। কিংবা প্রশ্নটা একটু ঘুরিয়ে করা যায়, সুপার ওভারে বাংলাদেশ অজ্ঞতার পরিচয় দিল না কি গোঁড়ামির? নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলল...