মাঠে সময়টা একদমই ভালো কাটছে না ইউভেন্তুসের। এক মাসের বেশি সময় ধরে কোনো প্রতিযোগিতায় জয়ের স্বাদ পায়নি তারা। ‘ক্ষুধার্ত’ ইতালিয়ান ক্লাবটিকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের প্রতিপক্ষ। ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে রেয়াল। লা লিগায় ৯ ম্যাচের ৮টি জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলা দুই ম্যাচই জিতে স্প্যানিশ ক্লাবটি এখন পয়েন্ট তালিকার দুইয়ে। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচে যাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেয়াল, সেই ইউভেন্তুস দীর্ঘদিন ধরে আছে জয়ের খোঁজে। তাদের সবশেষ জয় সেপ্টেম্বরের শুরুতে সেরি আয়, ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে। এরপর লিগে ৪ ম্যাচ খেলে তিনটিতে ড্র ও একটিতে হেরেছে ইউভেন্তুস।...