শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের জিততে প্রয়োজন ৩ রান। বল হাতে সাইফ হাসান। শেষ বলটি দারুণ করেন তিনি। খ্যারি পিয়েরের ব্যাট থেকে বল যখন উঠে যায় আকাশে। জয়ের অপেক্ষায় তখন গোটা স্টেডিয়ামের দর্শক। কিপার নুরুল হাসান সোহান অনেকটা দৌড়ে বলের নিচে গেলেন বটে, কিন্তু ডাইভ দিতে গিয়েই গড়বড় করে ফেলেন। বল পড়ে যায় মাটিতে। ততক্ষণে দুই রান নিয়ে পিয়ের ও শেই হোপ। ম্যাচ ‘টাই।’ বোলার সাইফ হাসান তখন মাথায় হাত দিয়ে নুইয়ে পড়েন হতাশা। সুপার ওভারে দারুণ এক ক্যাচ নিলেও অন্যটি ছাড়ে বাংলাদেশ। সুযোগ নিয়ে ১১ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। ওয়াইড ও নো বলের সুবাদে বাংলাদেশ ১ বলে ৫ রান পেলেও শেষ পর্যন্ত ১ রানে হেরে যায় টিম টাইগার্স।মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনিংসের ৫০ ওভারই স্পিনার দিয়ে করায় ওয়েস্ট ইন্ডিজ।...