২১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভূমিকা পালন করেছে। তিনি অবিলম্বে 'জুলাই সনদ' বাস্তবায়নের জন্য আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা করার দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত চকরিয়া ও কক্সবাজার শহর অঞ্চলে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ড. আজাদ আরো বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, জনগণ দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে।...