চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের আগের দিন এমন অঘটন কে-ই বা ভাবতে পারে! আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুশীলন শেষে হঠাৎই দেখা গেল—ড্রেসিং রুমে গরম পানির ব্যবস্থা নেই! আর এতেই ক্ষুব্ধ অ্যাথলেটিকো মাদ্রিদ সরাসরি অভিযোগ জানাল ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে।সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আর্সেনালের মাঠে অনুশীলনে নামে অ্যাথলেটিকো। অনুশীলন শেষ করে খেলোয়াড়েরা যখন ড্রেসিং রুমে ফেরেন, তখনই দেখা যায়—হট ওয়াটার সিস্টেম অচল। বাধ্য হয়ে পুরো দল ফিরে যায় হোটেলে স্নান সেরে নিতে। ঘটনাটি উয়েফা প্রতিনিধিদের জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, প্রায় ৪০ মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়।লা লিগার ক্লাবটি নিশ্চিত করেছে, আনুষ্ঠানিকভাবে উয়েফা-কে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি যদিও আপাতদৃষ্টিতে ছোট বলে মনে হতে পারে, তবু বড় ম্যাচের আগে এমন অস্বস্তিকর পরিস্থিতি অ্যাথলেটিকোর প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে...