যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়াল লা লিগার ম্যাচ খেলার অনুমতি পেয়েছে আগেই। লিগাটির অন্য দলগুলো পুরাপুরি বিপক্ষে।রিয়াল মাদ্রিদ এটির বিরুদ্ধে অবস্থান আরও জোরদার করল, স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদে (সিএসডি) দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে তারা। লস ব্লাঙ্কোসরা বলছে, বিদেশে লিগ ম্যাচ আয়োজন করলে প্রতিযোগিতার ন্যায্যতা নষ্ট হবে। অন্যদিকে, স্পেন সরকার এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বিষয়টিতে জটিল নিয়মকানুনের মধ্য দিয়ে যাচ্ছে, চূড়ান্ত একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। স্প্যানিশ গণমাধ্যম বলছে, রিয়ালের সঙ্গে লা লিগার বিরোধ আরও তীব্র হয়েছে। লস ব্লাঙ্কোসরা মিয়ামিতে ম্যাচ ঠেকাতে সিএসডির কাছে দ্বিতীয় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। রিয়ালে মতে, দেশের বাইরে ম্যাচ আয়োজন করলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হবে এবং এটি লিগের মৌলিক নীতির পরিপন্থী। অন্যদিকে, লা লিগা ও আরএফইএফ স্প্যানিশ ফুটবলকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি ঐতিহাসিক মনে...